স্পেশাল ট্রেনে রেলমন্ত্রীর জন্য আম পাঠিয়েছেন রাজশাহী সিটি মেয়র
- আপডেট সময় : ০২:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
রাজশাহী থেকে স্পেশাল ট্রেনে রেলমন্ত্রীর জন্য আম পাঠিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ট্রেনটি যাতায়াতে রেলওয়ে কর্তৃপক্ষকে খরচ গুণতে হয়েছে এক লাখ টাকা। যদিও প্রান্তিক চাষীদের উৎপাদিত আম নামেমাত্র মূল্যে ঢাকায় পাঠাতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি চালু করেছে রেলপথ মন্ত্রণালয়। কিন্তু উদ্বোধনী যাত্রায় রাজশাহী স্টেশন থেকে আম পাঠানোর সুযোগ নিয়েছেন কেবল ব্যবসায়ীরাই।
শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাত্র এক টন আম নিয়ে মালবাহী ৬টি বগিসহ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে স্পেশাল এই ট্রেনটি। তবে ট্রেনটি রাজশাহী স্টেশনে এসে পৌঁছলে ফিতা কেটে এর উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনী যাত্রাতেই মন্ত্রী ও সচিবসহ বিভিন্ন ভিআইপির নামে ২০মণ আম পাঠিয়েছেন তিনি। শুরুর দিনেও মাঠ পর্যায়ের কোনো চাষী আসেন নি আম পাঠাতে। তবে এ সুযোগটা নিয়েছেন বাণিজ্যিক কৃষক ও ব্যবসায়ীরাই।
রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি প্রতিদিন বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্টেশন থেকে আম নিয়ে ঢাকায় পৌঁছবে রাত একটায়। ট্রেনটি একবার যাতায়াতে রেলের খরচ হবে অন্তত এক লাখ টাকা। তবে প্রথমদিনে আয় হয়েছে মাত্র ১২হাজার ১৬৮টাকা।
তবে ব্যবসায়ীরাও বলছেন, প্রতিবছর তারা কুরিয়ার সার্ভিসে আম পাঠিয়ে ডেলিভারি পেতেন ঢাকার বিভিন্ন পয়েন্টে। কিন্তু রেলে আম পাঠালে ডেলিভারি নিতে হবে কেবল স্টেশনগুলোতেই।
স্পেশাল ম্যাঙ্গো ট্রেনের ৬টি ওয়াগনে ২ লাখ ৭০ হাজার কেজি ওজন পরিবহণের সক্ষমতা রয়েছে। তবে উদ্বোধনী যাত্রায় মাত্র ১০হাজার ১৫ কেজি। এরমধ্যে আব্দুলপুর স্টেশন থেকে সবচেয়ে বেশি- চার হাজার ৩১০ কেজি আম গেছে ট্রেনে।