ঘরবন্দি থাকায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্থ হতে পারে

- আপডেট সময় : ০২:৩৩:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সারা দেশে চলছে করোনা আতংক। ফলে বড়দের পাশাপাশি ঘরবন্দি এখন শিশুরাও। বাইরে বের হতে ও খেলাধূলা করতে না পারায় শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে শিশুদের। তাই ঘরবন্দি এসব শিশুদের সময় ও সঙ্গ দেয়ার জন্য মা-বাবা ও স্বজনদের প্রতি আহবান জানিয়েছেন সিভিল সার্জন।
ছোট্ট শিশু মিঠি সাহা। বয়স মাত্র দেড় বছর। যেখানে বাইরে ঘোরাঘুরি আর খেলাধূলা করে সময় কাটতো সেখানে করোনার কারনে দেড় মাস ধরে রয়েছে ঘরবন্দি অবস্থায়। এখন সময় কাটে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দিকে এক পলক দৃষ্টিতে। শুধু এই শিশুটিই নয় এমন অবস্থা জেলার অন্যান্য শিশুদেরও। করোনার কারেন জেলা বন্ধ রয়েছে স্কুল। ফলে স্কুল না যেতে পারার পাশাপশি খেলার মাঠে ও বাইরে যেতে পারছে না এসব শিশুরা। কখনো বা মায়ের সাথে আবার কখনো বা বাড়ীর ছাদে ও উঠানে দিন কাটছে ঘরবন্দি এসব শিশুদের।
অভিভাবকেরা বলছেন, করোনা অতংকের কারনে শিশুরা ঘরের বাইরে বের হতে পারছে না। ফলে খেলাধূলা ও অন্য অার দশটা শিশুদের সাথে মিশতে না পারায় শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্থ হচ্ছে।
ঘরবন্দি থাকায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্থ হতে পারে এমনটি জানিয়ে এসব শিশুদের বেশি বেশি করে সময় দেয়ার জন্য মা-বাবার প্রতি আহবান জানিয়েছেন সিভিল সার্জন।
দ্রুত করোনার প্রভাব কেটে গিয়ে আবারো এসব শিশুরা নির্মল পরিবেশে মেশার সাথে সাথে খেলাধূলা করতে সুবজ মুঠে ছুটে বেড়াবে এমনটাই প্রত্যাশা সকলের।