ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোতে একজন নিহত ও আহত অন্তত ৪ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:১১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইলের টর্নেডোতে একজন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছে। এসময় চার গ্রামের ঘরবাড়ী ও গাছপালা উপড়ে ফসলেরও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
সকালে সরাইল উপজেলার বুড্ডাপাড়া এবং নাসিরনগর উপজেলার পশ্চিমপাড়া, আশুরাইল বেনীপাড়া ও শ্রীঘর গ্রামের উপর দিয়ে বয়ে যায় এই টর্নেডো। কয়েক সেকেন্ড স্থায়ী এ ঝড়ে গাছচাপায় একজনের মৃত্যু হয়। প্রচুর ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী জানান, টর্নেডোয় ৪ গ্রামের কাঁচা-পাকাসহ ঘরবাড়ী বিধ্বস্তসহ গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে।