একদিনে ১৮ জেলায় আরো ৪৭১ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৭:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ১৪০ জন, ময়মনসিংহে ২৫ জন ও মানিকগঞ্জে ৮৮ জনসহ একদিনে ১৮ জেলায় আরো ৪৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১৪০ জন রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন হাজার ৮শো ছাড়ালো।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় ৬২৭ জনের করোনা শনাক্ত হলো।
হবিগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৪ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৮ জন।
চুয়াডাঙ্গার দর্শনা থানার ৫ পুলিশ সদস্যসহ আরো ১১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় নতুন আরো ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৮১ জন।
মানিকগঞ্জে নতুন করে ৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় মাদারীপুরে নতুন করে ২৪ জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
মুন্সীগঞ্জে নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৯০৯ জনের করোনা শনাক্ত হলো।
সাভারে গেলো নতুন করে আরও ১৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
রংপুরে নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৫৮ জন।
এ ছাড়াও গোপালগঞ্জে ২৫ জন, পাবনায় ১৩ জন, মৌলভীবাজারে ৮ জন, কুষ্টিয়ায় ৬ জন, সিরাজগঞ্জে ৬ জন, নড়াইলে ৪ জন, ঝালকাঠিতে ৩ জন, নোয়াখালীতে ২ জন ও ঝিনাইদহে ১ জন করোনায় আক্রান্ত হয়েছে।