দশ জেলায় করোনা উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৪:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, মৌলভীবাজার ও মাগুরাসহ ১০ জেলায় করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গে নজরুল ইসলাম নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। গেলো রাত ১১টার দিকে উপজেলার মেদুয়ারি ইউনিয়নের শোয়াইল গ্রামে নিজ বাড়ীতে মারা যান তিনি।
মৌলভীবাজারে করোনা উপসর্গে কমরু মিয়া নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শহরের পশ্চিমবাজার এলাকায় তিনি বৈদ্যুতিক পণ্যের ব্যবসা করতেন। জ্বর-সর্দি, কাশি ও গলাব্যথা নিয়ে এক সপ্তাহ আগে তিনি সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন।
মাগুরায় করোনার উপসর্গ নিয়ে গেল রাতে জাহিদুল মুন্সি নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী পূর্ব মুন্সিপাড়া গ্রামে। সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
খুলনা, ঝিনাইদহ, ময়মনসিংহ, মানিকগঞ্জ, জামালপুর, চুয়াডাঙ্গা ও রাঙামাটিতে করোনা উপসর্গে আরো আট’জনের মৃত্যু হয়েছে।