গত ২৪ ঘণ্টায় ১৭ জেলায় মোট ৩৪৫ জনের করোনা শনাক্ত

- আপডেট সময় : ০৪:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ১৫৬ জন ও পাবনায় ৫৭ জনসহ ১৭ জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১৫৬ জন রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন হাজার ৮ শো ছাড়ালো।
গত ২৪ ঘন্টায় পাবনায় স্বাস্থ্য কর্মীসহ ৫৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে পাবনায় মোট আক্রান্ত ১২৯ জন।
ময়মনসিংহে পুলিশ সদস্য ও পোশাক শ্রমিকসহ নতুন করে আরো ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে সদরেই ২২ জন।
সাভারে গেলো ২৪ ঘন্টায় আরও ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নেত্রকোনায় একই উপজেলায় ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট ২শ’ ৯৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
জামালপুরে দুই পুলিশ সদস্যসহ নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত এখন ৩৩৪ জন।
মানিকগঞ্জে ২৪ ঘন্টায় ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১১ জনে।
সিরাজগঞ্জে করোনায় নতুন করে ৪ পুলিশ সদস্যসহ আক্রান্ত হয়েছেন আরো ৮ জন।
গাইবান্ধার আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বগুড়ায় আরো ৬ জনের করোনাভাইরাসে শনাক্ত হলো।
এছাড়াও ফেনীতে ১৭ জন, রংপুরে ৪ জন, মৌলভীবাজারে ৩ জন, নোয়াখালীতে ২ জন, গোপালগঞ্জে ২ জন, মাদারীপুরে ২ জন ও চুয়াডাঙ্গায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।