দীর্ঘ ৭৮ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
দীর্ঘ ৭৮ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে ।
করোনা সংক্রমণ রোধে গত ২৩ মার্চ থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ করা হয়। গত ২৪ এপ্রিল ভারতের কেন্দ্রীয় সরকার বাণিজ্যের অনুমোদন দিলেও পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি না থাকায় দীর্ঘদিন সড়কপথে বন্ধ ছিল ভারত-বাংলাদেশের বাণিজ্য। গত ৬ ও ৭ই মে ভারত থেকে ২ দিনে ১৫ ট্রাক পণ্য আমদানি করা হয়। একই সঙ্গে দ্রুত পণ্য খালাস করে দিনের মধ্যেই ট্রাকগুলো ফিরে যাবে। এ পর্যন্ত ২৪টি ট্রাক পেট্রাপোল দিয়ে বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করেছে।