নেত্রকোনায়, কুমিল্লা ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশুসহ চার’জন নিহত
- আপডেট সময় : ০৮:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
নেত্রকোনায়, কুমিল্লা ও ঠাকুরগাঁওয়ে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ চার’জন নিহত হয়েছে।
নেত্রকোনায় আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়। পুলিশ জানায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচোরা রেলক্রসিংয়ে শনিবার সন্ধ্যায় বালুবাহী একটি ট্রাকের চাপায় একজন নিহত হয়। অপরদিকে, নেত্রকোনা সদরের বোবাহালা এলাকায় অটোরিকশা চাপায় নিহত হয় স্বাধীন নামের এক শিশু।
কুমিল্লার দেবিদ্বার গুনাইঘর-বাঙ্গুরী-বাকসার সড়কে চান্দারবাড়ি ব্রিজ ভেঙ্গে ট্রাক চালক রাসেল নিহত হয়েছে। স্থানীয়রা জানান, দেবিদ্বার থেকে বালুবোঝাই একটি ট্রাক এ সড়ক দিয়ে যাচ্ছিল। ট্রাকটি বাঙ্গুরী-বাকসার সড়কে চান্দারবাড়ি সংলগ্ন খালের পুরাতন ব্রিজের ওপর উঠলে ব্রিজটি ভেঙে ট্রাক খালে পড়ে যায়। ট্রাকের মাঝে চাপা পড়ে ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন।
ঠাকুরগাঁও জেলা ট্রাক ট্যাংক লরী কাভার্ডভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক রুবেল রানা একজন নিহত হয়েছে।
রুবেল রানা মোটরসাইকেলে বাসস্ট্যান্ড থেকে অফিসে যাচ্ছিলেন, এসময় একটি ট্রাক রুবেলের মোটরসাইকেলকে ধাক্কা দিলে রুবেল সড়কে ছিটকে পড়ে যান, আর পিছন থেকে আসা শ্যামলী পরিবহনের একটি গাড়ি তার মাথা পিষ্ঠ করে চলে যায়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।