ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের ১৩ সদস্য গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ লাখ ৮৩ হাজার নগদ টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
রোববার দুপুরে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান, র্যাবের মিডিয়া পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ এবং র্যাব-৮-এর যৌথ অভিযানে ঢাকা ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় নগদ টাকা ছাড়াও ৩১টি মোবাইল
ফোন, ২টি ল্যাপটপ, ২টি ট্যাব, ১২০টি সিমকার্ড, ১টি রাউটার এবং ১টি টিভি কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের এই অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান, র্যাবের পরিচালক লে : কর্নেল সারওয়ার-বিন-কাশেম।