গত ২৪ ঘন্টায় ৮ জেলায় ৩২০ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৬:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ১০৬ জন, ময়মনসিংহে ৪৬ জন ও চুয়াডাঙ্গায় ১০ জনসহ ৮ জেলায় ২৪ ঘন্টায় ৩২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১০৬ জন রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
ময়মনসিংহে নতুন করে আরো ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে ভালুকাতেই ২১ জন। এ নিয়ে জেলায় ৭১৪ জনের করোনা শনাক্ত হলো।
চুয়াডাঙ্গার দর্শনা থানার ওসিসহ নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৩ জনে।
নেত্রকোনায় ২৪ ঘন্টায় আরো চারজনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২৯৮ জন।
ঠাকুরগাঁওয়ে একজন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সাভার ও ধামরাইয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সাভারে ৮ জন এবং ধামরাইয়ে ২৯ জন।
সাতক্ষীরায় নতুন করে আরো ৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
কক্সবাজারে গত ২৪ ঘন্টায় নতুনভাবে আরও ৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯শ’।