কুড়িগ্রাম, পাবনা ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তিন’জন নিহত
- আপডেট সময় : ০৬:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম, পাবনা ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তিন’জন নিহত হয়েছে।
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বাজারে ট্রাকের ধাক্কায় আমির হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আমির হোসেন মোটর সাইকেলে সড়ক অতিক্রম করার সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির মাছ বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।
পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে। পুলিশ জানান, সকালে স্কুলছাত্র আবু ওবাইদুল তার পিতা আফাজ উদ্দিনের সাথে পাকশী পেপার মিল সড়ক দিয়ে রিক্সাযোগে বাড়ি যাচ্ছিল। এসময় একটি ট্রাক্টর তাদের ধাক্কাদিলে দুইজন আহত হয়। স্থানীয়রা মুমুর অবস্থায় তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বান্থ্য কেন্দ্রে নিয়ে গিলে চিকিৎসক স্কুলছাত্র আবু ওবাইদুলকে মৃত ঘোষনা করে।
এদিকে, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার লক্ষীপুর নামক স্থানে আলমসাধু মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
দুপুরের দিকে লক্ষীপুর গ্রামের রাস্তা দিয়ে মিথুন ঝিনাইদহ শহরে আসছিল। পথিমধ্যে (ইঞ্জিন চালিত) যানবাহন আলমসাধুর সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।