করোনায় আদালতে তথ্য প্রযুক্তি ব্যবহার আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
- আপডেট সময় : ০৭:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
‘বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের সব আদালতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিচার কাজ পরিচালনার বিধান রেখে ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন’এর অনুমোদনও দেয়া হয়েছে।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এ বৈঠকে অংশ নেন মাত্র চারজন মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবরা। বৈঠকে বাংলাদেশ বাংকের গভর্ণরের চাকরীর মেয়াদ দুই বছর বাড়িয়ে ৬৭ বছর করে ‘বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয়া হয়।
পরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, দেশের সব আদালতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিচার কাজ পরিচালনার বিধান রেখে ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন’ এবং চায়না কোম্পানীর সাথে যৌথ মালিকানায় নবায়নযোগ্য জ্বালানী উৎপাদনে বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানী লিমিটেড গঠনের প্রস্তাবের খসড়ায় চুড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস পালনেরও অনুমোদেন দেয়া হয় মন্ত্রিসভার এ বৈঠকে।
এদিকে জেলা ভিত্তিক লকডাউনের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে কোন আলোচনা হয়নি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, রোববারই স্বাস্থ্য অধিদফতরকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।