রাজধানী ঢাকার সড়কে অবাধে চলছে ব্যাটারি চালিত অবৈধ রিক্সা
- আপডেট সময় : ০৭:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার সড়কে অবাধে চলছে ব্যাটারি চালিত অবৈধ রিক্সা। আইন লঙ্ঘন করে চালানো, এসব অবৈধ অটোরিক্সার কারণে জনগুরুত্বপূর্ণ সড়কে বাড়ছে যানজট। পাশাপাশি প্রতিদিনই বিভিন্ন সড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অভিযোগ উঠেছে, সরকারি দলের প্রভাবশালী কিছু ব্যক্তির ছত্রছায়ায় লাইসেন্সবিহীন এসব রিক্সা অবৈধভাবে সড়কে চলাচলের সুযোগ পাচ্ছে। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কেও ব্যাটারি চালিত রিক্সার বেপরোয়া দৌরাত্ম্যে অতিষ্ঠ নগরবাসী।
রাজধানীর সিংহভাগ সড়ক এখন নিয়ন্ত্রণহীন অটোরিক্সার দখলে চলে গেছে। ওলিগলি কিংবা প্রধান সড়ক, এমনকি উড়াল সড়কেও অবাধে চলাচল করছে অটোরিক্সা চালকরা।
এসব যানবাহনের চালকসহ অধিকাংশ গাড়ির নেই কোনো বৈধ কাগজপত্র। অদক্ষ চালক এবং বেপরোয়া চলাচলের কারণে রিক্সা নিয়ন্ত্রন করতে না পারায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
রাজধানীতে কি পরিমান ব্যাটারি চালিত রিক্সা রয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগ, সরকারি দলের কিছু প্রভাবশালী ব্যক্তিরা অর্থের বিনিময় রেজিস্ট্রেশনবিহীন ব্যাটারি চালিত রিকশা সড়কে চলাচলের সুযোগ করে দিয়েছে। এতে সরকারের সুনাম যেমন ক্ষুন্ন হচ্ছে তেমনি বিভিন্ন এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে।
তাছাড়া, ব্যাটারি চালিত রিকশায় খরচ হচ্ছে অবৈধ বিদ্যুৎ। অটোরিক্সার মালিকরা বিদ্যুৎ-এর কতিপয় কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করে লাইনম্যান করে অবৈধ সংযোগ নিয়েছে। এদেরকে নিয়ন্ত্রণ করছে ক্ষমতাসীন প্রভাবশালী ব্যাক্তিরা।
বাংলদেশ মোটরযান অধ্যাদেশ অনুযায়ী সড়কে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানো আইনগত দণ্ডনীয় অপরাধ। তারপরও কিভাবে চলছে এসব যানবাহন, যানতে চাইলে ট্রাফিক পুলিশের কর্মকর্তা জানান, এসবের বিরুদ্ধে সবসময় অভিযান অব্যাহত রয়েছে।
সটঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক), বাড্ডা জোন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।