প্রাকৃতিক দুযোর্গে সর্বশান্ত হয়ে গেছেন পাবনার কলাচাষীরা
- আপডেট সময় : ০৮:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
প্রাকৃতিক দুযোর্গে সর্বশান্ত হয়ে গেছেন পাবনার কলাচাষীরা। আর মাত্র কয়েকদিন সময় পেলেই পরিপক্ক কলা বাজারে বিক্রি করা সম্ভব ছিলো। কিন্তু কাঙ্খিত সেই স্বপ্ন ধূলিস্যাত হয়ে গেছে ঝড়-বৃষ্টিতে । এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে আছে কলা চাষীরা।
পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়ন। এখানকার কেউ ১শ’ বিঘা, কেউ দেড়শ’ বিঘা আবার বহু চাষী সমিতি করে এলাকার কয়েক হাজার হেক্টর জমিতে কলার চাষ করেছেন। পাবনা সদরের পাশাপাশি ঈশ্বরদী, ছিলিমপুর, পাকশী, আটঘরিয়াসহ জেলা জুড়িই এবার ২৯ হাজার হেক্টর জমিতে কলার চাষ হয়েছে।
কলা চাষকে ঘিরে কৃষকেরা চাষাবাদ বাবদ লাখ লাখ টাকা খরচ করে। সময় মতো সার কীটনাশক দেওয়ায় ফলনও হয়েছিল ভাল। কিন্তু ঘুর্ণিঝড় আম্পানসহ প্রাকৃতিক দূযোর্গে বিধ্বস্ত হয়ে গেছে শত শত বিঘা কলা বাগান। চুরমার হয়ে গেছে কৃষকের স্বপ্ন।
দূযোর্গের ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কলা চাষীরা।
সরকারি বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্থ কলা চাষীদের সহায়তা দেয়া হবে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা।
ক্ষতিগ্রস্থ কলা চাষীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার সহায়তা দেবে-এমন প্রত্যাশা পাবনাবাসীর।