বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১২
- আপডেট সময় : ০১:৫০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
গাইবান্ধা, মেহেরপুর ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। অপরদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা এলাকায় ট্রাকের সাথে লেগুনার সংঘর্ষে অন্তত ১২ শ্রমিক আহত হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় আরিফুজ্জামান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফুজ্জামান সহ দুজন মোটরসাইকেল আরোহী গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধা যাওয়ার পথে বোয়ালিয়ায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায় আরিফ । এ সময় মোটরসাইকেলের অপর যাত্রী গুরুতর আহত হন।
ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডারবাহী লরি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নেপাল বণিক নামে একজন নিহত হয়েছে। রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় ময়মনসিংহগামী নাফকো ফার্মার লরিটিকে কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে লরিটি সড়কে উল্টে পড়ে। এ সময় লরিতে থাকা নাফকো ফার্মার ইলেক্ট্রিশিয়ান নেপাল বণিক ঘটনাস্থলেই মারা যান।
মেহেরপুরের গাংনীতে শ্যামলী পরিবহনের ধাক্কায় খাদিজা নামের এক শিশু নিহত হয়েছে। স্থানীয়রা জানান, খাদিজা বাড়ির পাশে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলো। এসময় মেহেরপুর থেকে আসা ঢাকাগামী শ্যামলী এন.আর পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা এলাকায় ট্রাকের সাথে সুতাকলের শ্রমিকবাহী একটি লেগুনার সংঘর্ষে অন্তত ১২ শ্রমিক আহত হয়েছে। সৈয়দ স্পিনিং মিলের শ্রমিকবাহী লেগুনাটি রং-সাইড দিয়ে সিরাজগঞ্জ শহরের যাবার সময় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে এর সংঘর্ষ হয়। এতে লেগুনার অন্তত ১২ শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।