করোনায় ৮০ দিন বন্ধ থাকার পর সকাল থেকে চালু হয়েছে বুড়িমারী স্থলবন্দর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনাভাইরাস পরিস্থিতিতে প্রায় ৮০ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবার চালু হয়েছে বুড়িমারী স্থলবন্দর।
এর আগে সোমবার স্থলবন্দরের আন্তর্জাতিক অভিবাসন চৌকি– আইসিপি’র শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের যৌথ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।