করোনা মোকাবিলা করে অর্থনীতিকে এগিয়ে নিতে বাজেট দিচ্ছে সরকার
- আপডেট সময় : ০৮:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মোকাবিলা করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে প্রতিকূল অবস্থায় যথাসময়ে বাজেট দিচ্ছে সরকার। তিনি বলেন, অনেক দেশ বাজেট দিতে পারেনি, বাংলাদেশ পারছে। চলতি সংসদের অষ্টম এ অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় এ কথা বলেন তিনি। বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। বৃহস্পতিবার অর্থমন্ত্রী উত্থাপন করবেন ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট।
বাংলাদেশসহ বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে বিপন্ন জনজীবন। তা সত্তেও সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্ধারিত সময়েই বসেছে সংসদের বাজেট অধিবেশন। বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে যোগ দেন ৬০ জন সংসদ সদস্য। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
বাজেট অধিবেশন অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করেই এ অধিবেশন চলবে। সব সদস্য গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে বাজেট অধিবেশনকে কার্যকর ও সক্রিয় করে তুলবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অধিবেশনের শুরুতে জাতীয় সংসদ সদস্যসহ দেশি-বিদেশি বিভিন্ন বরেণ্য ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। ৬ মে জাতীয় সংসদের ঢাকা ৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন জেষ্ঠ্য সদস্যরা।
প্রধানমন্ত্রী নির্ধারিত আলোচনায় বলেন, প্রশাসন, আইনশৃংখলাবাহিনি, গণমাধ্যমের মত করোনার বিরুদ্ধে সম্মুখসারির যোদ্ধারা আন্তরিকভাবে কাজ করছে। প্রত্যেকেই ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অসহায় ও অভাবীদের ঘরে ঘরে খাবার ও সাহায্য পৌঁছাতে কাজ করছে সরকার।
একটি মানুষও যেন বিনা চিকিৎসায় ও খাদ্যাভাবে মারা না যায় সেদিকে লক্ষ্য রেখে সব পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান।
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় করোনা , ঘুর্ণীঝড়সহ যে কোন দূর্যোগ মোকাবিলা করতে বাংলাদেশ এমন আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
১২ কার্যদিবসের এ অধিবেশনে সংসদ সদস্যদের আলোচনায় অংশ নেয়ার মাধ্যমে ৩০ জুন পাস হবে জাতীয় বাজেট ।