করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করতে হবে :আতিউর রহমান
- আপডেট সময় : ০৮:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
এবারের বাজেটে জেলা ও স্থানীয় সরকারকে সংযুক্ত করার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেছেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করতে হবে। দুপুরে গণতান্ত্রিক বাজেট আন্দোলন কর্তৃক আয়োজিত ভার্চুয়াল প্রাক বাজেট আলোচনায় এ অভিমত তুলে ধরেন তিনি। এ সময় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমান বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরেন আলোচকরা ।
আসন্ন ২০২০-২০২১ বাজেটে সাধারণ জনগণের মতামত ও প্রত্যাশার প্রতিফলনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা তুলে ধরার পাশাপাশি বিশিষ্টজনদের মতামত তুলে ধরতেই এই ভার্চুয়াল জনবাজেট সংসদের আয়োজন করে গণতান্ত্রিক বাজেট আন্দোলন।
শুরুতেই সাধারণ জনগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতামতের উপর ভিত্তি করে প্রস্তুত করা বাজেট ভাবনায় তুলে ধরা হয় তাদের প্রত্যাশিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
আলোচনায় অংশ নিয়ে বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দের পরিমান বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব দেন দেশের বিশিষ্ট এই অর্থনীতিবিদ।
এ সময় সরকারের ‘মায়ের হাসি’ প্রকল্পের টাকা আরো ৫ গুণ বাড়ানোর প্রতিও মত দেন তিনি।
সরকারের কাছ থেকে বিভিন্ন সময়ে পর্যাপ্ত সুবিধা নেয়ার পরেও সংকটকালীন গার্মেন্টস মালিক ও সরকারের ভুমিকা নিয়ে কথা বলেন বিশিষ্ট এই রাজনীতিবিদ।
এ সময় দরিদ্রগোষ্ঠী সকলের আর্থিক অধিকার নিশ্চিত করতে এ খাতে গুরুত্ব দেয়ারও আহবান জানান তিনি।