বাজেটে শুল্ক বা ভ্যাটের হার পরিবর্তনের কারণে মিশ্র প্রভাব ফেলবে বাজারে
- আপডেট সময় : ০৮:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে পণ্য ও সেবার দামের উপর সম্পূরক শুল্ক বা ভ্যাটের হার পরিবর্তনের কারণে মিশ্র প্রভাব ফেলবে বাজারে। এর ফলে বাড়তে পারে বেশকিছু পণ্যের দাম। তবে দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দিতে কিছু পণ্যে কর ছাড় দেয়া হয়েছে এবারের বাজেটে। এতে কমবে দেশীয় কিছু পণ্যের দাম।
সাধারণ মানুষের জীবনে বাজেট মানে পণ্য ও সেবার দাম বাড়া-কমার খবর। তাই গণমানুষের কাছে বাজেট বরাদ্দের চেয়ে বাজারে তার প্রভাবটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রতিবারের মতো এবারও বাজেটে করের হার পুণনির্ধারণের ফলে প্রভাব পড়বে বেশকিছু পণ্যমূল্যে।
বাজেটে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেয়ায় খরচ বাড়বে মোবাইল ফোনে কথা বলার, একই সাথে বাড়বে এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচও।
এছাড়া বাড়বে আমদানিকৃত প্যাকেটজাত তরল দুধ, গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্য, বডি স্প্রে, প্রসাধনী, জুস, প্যাকেটজাত খাদ্যে, চকলেট, অনলাইন কেনাকাটা, বিদেশি টিভি, মোটরসাইকেল, সোডিয়াম সালফেট, আয়রন, স্টিল, স্ক্রু, আলোকসজ্জা সামগ্রী, কম্প্রেসার শিল্পে ব্যবহৃত উপকরণ, বার্নিশ বাইসাইকেল, আমদানি করা অ্যালকোহলসহ তামাকজাত পণ্যের দাম। আর গণপরিবহন ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহনের নিবন্ধন ও নবায়ন ফি বৃদ্ধিসহ বাড়বে গাড়ির দামও।
করোনায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবহার বাড়াতে এর কর কমানোয় কমবে মাস্ক, হ্যান্ডগ্লাভস, আইসিইউ যন্ত্রপাতি ও ওষুধের দাম। আর বৈধপথে স্বর্ণ আমদানিতে উৎসাহ দেয়ার লক্ষ্যে এবারের বাজেটে স্বর্ণবার আমদানির ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। তাই কমবে স্বর্ণের দাম।
এছাড়া কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে কর কমানো হয়েছে হস্তচালিত কৃষি যন্ত্রপাতি, পোল্ট্রি, ডেইরি, মৎসশিল্পে ব্যবহৃত উপকরণের উপর। কর পুণনির্ধারনের ফলে আরো কমবে চিনি, ডিটারজেন্ট ও ইলেক্ট্রিকাল সিগনাল যন্ত্রপাতির দাম।