অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে
- আপডেট সময় : ০৭:০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনা মহামারি থেকে সৃষ্ট সংকটময় পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির পক্ষে এই বাজেটের ব্যাপকতা ও সম্ভাবনা অনুধাবন করা সম্ভব নয়। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাজেটের সমালোচনা করার জন্য একটি কথিত বিশেষজ্ঞ মহল তৈরী হয়েছে। যারা প্রতিবার বাজেটের পর তা উচ্চাভিলাসী মন্তব্য করে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হন তিনি।এ সময় তিনি বলেন, এবারের বাজেট করোনার কবল থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারের এক ভারসাম্যপূর্ণ বাজেট। দীর্ঘ সাধারণ ছুটি ও লকডাউনে কর্মহীন মানুষের কষ্ট লাঘবে সামাজিক নিরাপত্তার আওতা সম্প্রসারণ করে এই খাতকে তৃতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনায় আনা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।
এদিকে সকালে চট্টগ্রামের সার্কিট হাউজে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেন, প্রতিবার বাজেট নিয়ে অযৌক্তিক সমালোচনা করা কিছু সংস্থা ও রাজনৈতিক দলের নিয়মিত অভ্যাসে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে চ্যালেঞ্জিং এই বাজেট বাস্তবায়িত হবে বলে দাবি করেন সরকারের এ দুই মন্ত্রী।