প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনা আক্রান্ত ছিলেন
- আপডেট সময় : ০৭:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনা আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুর পর তার করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে।
টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর টেকনোক্রেট পদে ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। হজ্ব পালনের প্রক্রিয়ায় দুর্নীতি দূর করাসহ দেড় বছরে অত্যান্ত সফলতার সাথে দায়িত্বপালন করেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
শনিবার সন্ধ্যার পর শ্বাসকষ্টের কারণে হঠাৎ অসুস্থতাবোধ করলে ধর্ম প্রতিমন্ত্রীকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি ।
পরে রাতেই তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। সকালে করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীকে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আওয়ামী লীগ হারালো তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে। ধর্মপ্রতিমন্ত্রী আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও শোক বার্তায় জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।