পাবনা ও মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্য
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পাবনা ও মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্য হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উৎপল সরকার নামে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছে।
পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: সালেহ মুহাম্মাদ আলী জানান, রোববার সকালে করোনা উপসর্গ নিয়ে উৎপল সরকার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। গতরাতে তিনি মারা যান। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, করোনা উপসর্গে মাদারীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি লকডাউন করেছে কর্তৃপক্ষ।