চট্টগ্রামে করোনায় একদিনে ৪ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে করোনায় একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শেরপুর ও ময়মনসিংহে মারা গেছে আরো দু’জন।
২৪ ঘন্টায় চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্য হয়। সকালে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি।
এছাড়া উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপতালা আরো কয়েকজন মারা গেছে। তাদের মরদেহ থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত ১২১ জনের মুত্যু হলো।
ময়মনসিংহের ভালুকায় করোনায় আক্রান্ত হয়ে শচীন্দ্র নাথ নামে স্কয়ার ফ্যাশন কারখানার এক কর্মকর্তার মৃত্য হয়েছে। সোমবার বিকেলে ময়মনসিংহের এস.কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, শেরপুরে ছানোয়ার হোসেন নামে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন । ভোরে সদর হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় তিন করোনা রোগীর মৃত্যু হলো।