১০ দিন পর শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
১০ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। সকালে আটকে থাকা ১০টি ট্রাকের পণ্য রপ্তানির মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
আগামী বুধবার থেকে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হওয়ার কথা রয়েছে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, গত ৬ জুন আখাউড়া-আগরতলা স্থলবন্দরে কর্মরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যসহ ইমিগ্রেশনে কর্মরত বেশ কয়েকজনের করোনা শনাক্ত হয়।তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে ত্রিপুরা সরকারের তরফে আগরতলা স্থলবন্দরকে জীবাণুমুক্ত করার জন্য ৪৮ ঘণ্টার জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়। পরে জানানো হয় ১৬ জুন পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।