করোনায় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও বিক্রয় ব্যবস্থা মনিটরিং জোরদারের নির্দেশ হাইকোর্টের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এবং রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে হাইকোর্টের ১০ দফা নির্দেশনার মধ্যে ৭টিই স্থগিত করেছে সুপ্রীম কোর্ট।
অন্যদিকে আইসিইউ বেডের জন্য অতিরিক্ত ফি না নেয়াসহ তিনটি নির্দেশনা বহাল রেখেছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ননী এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বহাল থাকা নির্দেশনা ৩টি হলো- চিকিৎসা বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনাগুলো যথাযথভাবে পালিত হচ্ছে কিনা, তা ৩০ জুনের মধ্যে জানাবার নির্দেশ। এবং অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও বিক্রয় ব্যবস্থা মনিটরিং জোরদারে ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ।