সার ও মাটি ছাড়াই থাইল্যান্ডের হানিডিউ তরমুজ চাষে সাফল্য
- আপডেট সময় : ০৯:২০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে সার ও মাটি ছাড়াই থাইল্যান্ডের হানিডিউ তরমুজ চাষ করে সাফল্য পেয়েছে দুই মেরিন ইঞ্জিনিয়ার বন্ধু।হাউড্রোপনিক পদ্ধতিতে এই তরমুজের চাষ হয়েছে। এজন্য সদর উপজেলার শাহানগাছায় ডেস্ক এগ্রো ইন্ডাস্ট্রিজ ফার্ম গড়ে তুলেছে তারা। এই প্রকল্পের গ্রীন হাউজের ভেতরে শোভা পাচ্ছে আকষর্নীয় থাই তরমুজ।
সিরাজগঞ্জে তরুণ এই দুই উদ্যোক্তা জানান, শিক্ষা জীবন থেকেই কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন দেখেন তারা। ২০১৪ সালে গড়ে তোলেন এই এগ্রো ফার্মটি। হাইড্রোপনিক পদ্ধতিতে চাষে প্রতিটি উপকরণই আমদানি করতে হয়।হানিডিউ তরমুজ চাষ উপযোগী দুই হাজার স্কয়ারফিট গ্রীন হাউজ নির্মাণসহ আনুসঙ্গিক যন্ত্রাংশ কিনতে প্রায় ১৪ লাক টাকা খরচ হয়। থাইল্যান্ড থেকে বীজ এনে চারা উৎপাদনের পর মার্চ মাসের শুরুতেই রোপন করেন। দু’মাসের মধ্যেই তরমুজ বাজারজাত উপযোগী হয়।
আরেক উদ্যোক্তা জানান, একেকটি তরমুজের ওজন এক কেজি পযর্ন্ত হয়েছে। প্রতিটিতে উৎপাদন খরচ হয়েছে প্রায় দু’শ টাকা।
পুষ্টিগুণ সমৃদ্ধ এই হলুদ তরমুজ মধুর মত মিষ্টি হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান, ক্রেতারা।
বেকার যুবকের পাশাপাশি শিক্ষার্থীরাও এখানে কাজ করে পড়ালেখার খরচ যোগাচ্ছে। অনেকে এই ধরণের প্রকল্প করতে আগ্রহীও হচ্ছে।
এ ধরণের উদ্যোক্তাদের আগ্রহী করতে সরকার ইতিমধ্যেই চার শতাংশ হারে ঋণের ঘোষণা দিয়েছে বলে জানান, এই কর্মকর্তা।
এছাড়াও, এই ধরণের ফসল উৎপাদনে ব্যবহৃত বিদ্যুৎ কৃষির আওতায় আনাসহ আমদানি করা পণ্যের ভ্যাট কমানোর সুপারিশ করা হবে বলেও জানান, তিনি।