বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তির নীতিতে বিশ্বাসী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : ১২:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তির নীতিতে বিশ্বাসী বাংলাদেশ। তবে কেউ অন্যায়ভাবে হামলা করলে তার যথাযথ জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও টেলি কনফারেন্স এর মাধ্যমে নৌবাহিনীর জাহাজ সংগ্রাম এর কমিশনিং করে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশ দ্রুতই করোনা ভাইরাস থেকে মুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের জলসীমা সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে নৌবহরে সংযোজিত হলো নতুন করভেট ক্লাস যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’। ৯ জুলাই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করবে সংগ্রাম। লেবাননের ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্বশান্তির দূত হিসেবে নিয়োজিত রয়েছে।
করোনা পরিস্থিতির কারণে এই প্রথম চট্টগ্রামের নৌ জেটিতে থাকা জাহাজটি গণভবন থেকে ভিডিও টেলি কনফারেন্স এর মাধ্যমে কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ‘সংগ্রাম ‘এর অধিনায়ক ক্যাপ্টেন এফ এম আরিফুর রহমান ভূঁইয়ার হাতে কমিশনিং ফরমান তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, শান্তি প্রতিষ্ঠা ও আত্মরক্ষায় নৌবাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে যা যা দরকার তা করছে সরকার।
আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগীতায় সফল হতে প্রশিক্ষণ, গবেষণা ও প্রযুক্তি ব্যবহারে নিজেদেরকে আরো চৌকশ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। করোনা ভাইরাস থেকে নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান সরকার প্রধান।
নতুন এ যুদ্ধজাহাজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দেশের সমুদ্রসীমা পেরিয়ে বিশশান্তি প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।