ডাক বিভাগ ফ্রি সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সবজি পৌঁছে দিচ্ছে
- আপডেট সময় : ০৪:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে কৃষক তার উৎপাদিত সবজি বিক্রি করতে যাতে সমস্যায় না পড়ে সেজন্য ডাক বিভাগ ফ্রি সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সবজি পৌঁছে দিচ্ছে। প্রান্তিক কৃষকের ক্ষেতের সবজি দেশের বিভিন্ন পাইকার মোকামে পৌছে দিতে চালু করা হয়েছে ‘কৃষক বন্ধু ডাক সেবা’। ফলে সম্পূর্ন সরকারি খরচেই বিনা মাশুলে কৃষক তার ক্ষেতের সবজি প্রতিদিন দেশের বিভিন্ন পাইকারী বাজারে পাঠাচ্ছেন।
সবজি জোন হিসেবে পরিচিত যশোর জেলায় বছরজুড়েই নানা জাতের সবজি উৎপাদন হয়। কৃষি বিভাগের হিসেবে দেশের মোট চাহিদার ৬০ শতাংশ সবজিই উৎপাদন হয় এই যশোর থেকে। প্রতিদিন পাইকারদের মাধ্যমে শত শত ট্রাকে করে এখানকার উৎপাদিত সবজি রাজধানীসহ দেশের বড় বড় মোকামে যায়। তবে করোনা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা না আসায় কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে বিপাকে পড়েন। কাঙ্খিত দাম না পেয়ে পানির দরে বিক্রি করতে বাধ্য হতে হয় কষ্টার্জিত ফসল। এমতাবস্থায় কৃষকদের পাশে এসে দাড়িয়েছে যশোর ডাক বিভাগ। সম্পূর্ন বিনা খরচে ডাক বিভাগের নিজস্ব পরিবহনে করে দেশের বিভিন্ন প্রান্তের সবজি মোকামে পৌছে দিচ্ছে কৃষকের ক্ষেতের সবজি। ফলে বিনা খরচে কৃষক তার উৎপাদিত সবজি দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতে পারায় বেশ খুশি তারা।
কৃষকরা বলছেন, করোনা পরিস্থিতির এই চরম দূর্বিসহ সময়ে ডাক বিভাগ তাদের পাশে এসে দাঁড়ানোয় তারা বেশ আশাবাদী। তবে শুধু করোনা পরিস্থিতিতে নয়, কৃষকের উন্নয়নের স্বার্থে সারাবছরই এ ধরনের উদ্যোগ বহাল থাকবে বলে তারা আশা করেন।
ডাক বিভাগের এই মহতী কর্মযজ্ঞের সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ। করোনা পরিস্থিতিতে ডাক বিভাগের পাশাপাশি সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোও কৃষকের পাশে এভাবে এগিয়ে আসবে বলে আশা করেন এ কৃষি কর্মকর্তা।
শুধু যশোর নয়, দেশের অন্যান্য জেলাতেও ডাক বিভাগের উদ্যোগে কৃষকের ক্ষেতের কাঁচা সবজি ও ফল বিনা খরচে পৌছে দেয়া হবে বলে জানালেন ডাক বিভাগের এ কর্মকর্তা।
চলতি মৌসুমে যশোনে ২০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদ হয়েছে। করোনাকালে বাইরের এসব সবজি কিনতে বাইরের ব্যবসায়ী না আসায় দাম পাচ্ছেন না কৃষক।