খুমেক হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে দেড় হাজারের বেশি নমুনা পরীক্ষার অপেক্ষায়
- আপডেট সময় : ০৬:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে দেড় হাজারের বেশি নমুনা পরীক্ষার অপেক্ষায় পড়ে রয়েছে। করোনা পরীক্ষায় ধীরগতির কারণে দিন দিন বাড়ছে হতাশা। ওদিকে, খুলনা বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও দেড় হাজার ছাড়িয়েছে। এ মধ্যে মারা গেছে ২০ জন। যার আটজনই খুলনা জেলার। এছাড়া খুলনার একমাত্র ফ্লু কর্নারে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪২ জনেরও বেশি রোগীর। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা।
করোনা উপসর্গ নিয়ে মেয়ে হাসপাতালে ভর্তি। তার মা গত কয়েকদিন ধরে ঘুরছেন পরীক্ষার ফলাফলের জন্য। এমন চিত্র এখন সব সময় দেখা যায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের সামনে।
ভর্তি রোগীদের পাশাপাশি, নতুনভাবে পরীক্ষা করাতে চাইলে ফ্লু কর্নার থেকে টোকেন নিতেই সময় লাগছে দু’তিন দিন। নমুনা সংগ্রহের পর সাত দিনের আগে মিলছেনা পরীক্ষার ফলাফল।
পিসিআর ল্যাব স্থাপনের পর গত সাত এপ্রিল থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। মেশিনের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে প্রতিদিন মাত্র ১৯২টি নমুনা পরীক্ষা সম্ভব। ফলাফল না পেয়ে, চিকিৎসা শুরুর আগেই অনেকে মারা গেছেন বলে জানান, চিকিৎসকরা।
সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ।
ল্যাবের সক্ষমতা কম। কিন্তু, বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন তিন’শরও বেশি নমুনা আসে। আরো একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান, এই কর্মকর্তা।
পিসিআর ল্যাবের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি একটি অক্সিজেন প্লান্ট স্থাপনেরও দাবি জানান তিনি।