ময়মনসিংহ, ফেনী ও গাজীপুরে করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু
- আপডেট সময় : ০৩:০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, ফেনী ও গাজীপুরে করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় জ্বর ও শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ নিয়ে ইব্রাহিম খলিল আলম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গেলো রাত ১০টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের নিজ বাড়ী থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্য হয়। নিহত আলম বেশকিছু দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলন।
ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গেলরাত তিনি মৃত্যুবরণ করেন। মৃত আবুল হোসেন, গত মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে ভর্তি হওয়া ওই ব্যক্তির মৃত্যু হয় । হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান জানান, বুহস্পতিবার দুপুরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর আইসোলেশনে চিকিৎসা চলাকালে সন্ধ্যায় মারা যান তিনি।