সরকারের ব্যর্থতা আর দুর্নীতির কথা মনে করিয়ে দিলে গ্রেফতার করা হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সরকারের ব্যর্থতা আর দুর্নীতির কথা মনে করিয়ে দিলে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে এক ভিডিও কনফারেন্সে তিনি এই অভিযোগ করেন। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরো বলেন, দেশের গণমাধ্যমকে ব্যবহার করে গত এক দশক ক্ষমতাসীন সরকার জনগণকে কথিত উন্নয়নের গল্প শুনিয়েছে। অথচ, নির্মম বাস্তবতা হলো, উন্নয়নের শ্লোগানের আড়ালে এক দশকে দেশে দুর্নীতির-অর্থনীতি প্রতিষ্ঠা করা ছাড়া আর কিছুই হয়নি। এই করোনার প্রকোপের মধ্যেও সরকারের দুর্নীতির সংবাদ আড়াল করার জন্য প্রায় প্রতিদিনই সাংবাদিকদেরকে ডেকে নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকেরা ভয়ভীতি প্রদর্শন ও হয়রানী করছে বলেও অভিযোগ করেন তিনি।