নিয়ম ভেঙে আসামি ও সহকর্মীদের নিয়ে বাইরে অস্ত্র উদ্ধার অভিযানে যাওয়ায় ইনচার্জকে প্রত্যাহার
- আপডেট সময় : ০৩:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার পরও নিয়ম ভেঙে আসামি ও সহকর্মীদের নিয়ে বাইরে অস্ত্র উদ্ধার অভিযানে যাওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে সেখানে নতুন ওসি নিয়োগ দেয়া হয়েছে।
মাদ্রাসাছাত্র আবুল বাশার ওরফে সাইমন হত্যা মামলার প্রধান আসামী মীর হোসেন ওরফে মীরাকে ঢাকার কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে গ্রেফতার করে সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল। পরে ওসি আবদুস সামাদ আইসোলেশন থেকে বের হয়ে ওই আসামিকে নিয়ে অস্ত্র উদ্ধারে যান। অভিযানের সময় আসামি ছাড়াও একাধিক পুলিশ সদস্য ওসির সংস্পর্শে আসেন। এর আগে ওসি আব্দুস সামাদ জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে ৯ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করালে ১৫ জুন তার করোনা পজিটিভের রিপোর্ট আসে এবং থানা ভবনের নিজ কক্ষে আইসোলেশনে চলে যান। এ বিষয়ে পুলিশ সুপার জানান, ওসি করোনায় আক্রান্ত হয়েও আইসোলেশন থেকে বাইরে গিয়ে আসামি নিয়ে অভিযানে গিয়ে অন্যায় করেছেন এবং অন্যদের ঝুঁকির মধ্যে ফেলেছেন। তাই তাঁকে প্রত্যাহার করে নোয়াখালী কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। নতুন ওসি হিসেবে সেখানে মুহাম্মদ গিয়াস উদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছে।