নবীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ
- আপডেট সময় : ০৫:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের নবীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় ভূয়া নামের পাশাপাশি একই ব্যক্তির নাম রয়েছে একাধিকবার। গ্রামে না থাকলেও, তালিকায় দেখানো হয়েছে অনেক হিন্দু ক্রেতার নাম। কয়েক বছর ধরে এমন দুর্নীতি হচ্ছে। কিন্তু, চেয়ারম্যানের দাবি- ভুলে এসব নাম ঢুকেছে। তবে, তালিকা যাচাই করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। ১০ টাকা কেজি দরের চাল প্রাপ্তির তালিকায় মোট উপকারভোগী এক হাজার ১৮৫ জন। ২০১৬ সাল থেকে উপকারভোগীদের চাল পাওয়ার কথা থাকলেও, এখনও পাননি অনেকে। তালিকায় একই নাম রয়েছে একাধিকবার। আছে মৃত ব্যক্তির নামও। এছাড়া, গ্রামে হিন্দু পরিবার না থাকলেও দেয়া হয়েছে ভুয়া নাম।
ইউপি সদস্যরা বলছেন, তালিকায় ৫০টি করে নাম দিয়েছেন তারা। বাকি নামের কোনো কিছুই তাদের জানা নেই। অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যানও। তাঁর দাবি, সকলের সমন্বয়ের মাধ্যমেই করা হয়েছে এ তালিকা। এসব অনিয়ম খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। শিগগিরই তালিকা সংশোধনের মাধ্যমে সত্যিকারের গরীবদের সহায়তা নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী।