মৌলভীবাজারে মেডিক্যাল টেকনোলজিস্ট সংকটে করোনার নমুনা সংগ্রহ ব্যাহত
- আপডেট সময় : ০২:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে মেডিক্যাল টেকনোলজিস্ট সংকটের কারণে করোনার নমুনা সংগ্রহ ব্যাহত হচ্ছে। জেলায় বরাদ্দ পদের অর্ধেকই শূন্য রয়েছে। এর মধ্যে তিন উপজেলায় কোনো টেকনোলজিস্টই নেই। কর্মরত কয়েকজন টেকনোলজিস্টকে প্রতিদিন করোনার নমুনা সংগ্রহ করতে হিমসিম খেতে হচ্ছে। সংকটের কথা স্বীকার করে সিভিল সার্জন বলেন, স্থায়ী-অস্থায়ী যেকোনো ভাবে শুন্য পদে জরুরি লোক নিয়োগ না দিলে নমুনা সংগ্রহ কঠিন হবে।
মামলার কারণে মৌলভীবাজারের সাতটি উপজেলার সব কটি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে ১১ বছর ধরে লোক নিয়োগ করা হচ্ছে না। মেডিক্যাল টেকনোলজিস্টের পদগুলো শুন্য থাকায় এখন সঙ্কট চরমে উঠেছে।
করোনার নমূনা সংগ্রহে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কিছু মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ দেয়ার নির্দেশনা চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান, এই কর্মকর্তা।
সাতটি উপজেলার প্রত্যেকটি হাসপাতালে দুটি করে পদ থাকলেও, মাত্র চারটিতে একজন করে টেকনোলজিস্ট আছেন।তিনটিতে কোনো টেকনোলজিস্টই নেই।
জরুরি ভিত্তিতে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ দেয়ার ব্যাপারে চেষ্টা করছেন বলে জানান, সিভিল সার্জন।
এছাড়া, এসিস্টেন্ট টেকনোলজিস্ট, ইপিআই, ডেন্টাল ও এক্সরে বিভাগেরও বিভিন্ন পদেও সংকট রয়েছে বলে জানান, সংশ্লিষ্টরা।