করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারে ৩ জন ও মাদারীপুরে একজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারে ৩ জন ও মাদারীপুরে একজনের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়। তারা জ্বর, কাশি, গলা ব্যথাসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃতরা হলেন, কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ব্যবসায়ী ছমিরউদ্দিন, কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ভানুবিল এলাকার ওয়াহিদ মিয়া ও আলতা মিয়া।
মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে শুক্রবার রাতে থানতলী এলাকার আজাদ খানের মৃত্যু হয়েছে। শহরের থানতলী এলাকার বাসিন্দা আজাদ খান কয়েকদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।