করোনা উপসর্গ নিয়ে ৬ জেলায় ১৩ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারে ৩ জনসহ ৬ জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তারা জ্বর, কাশি, গলা ব্যথাসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃতরা হলেন- কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ব্যবসায়ী ছমিরউদ্দিন, কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ভানুবিল এলাকার ওয়াহিদ মিয়া ও আলতা মিয়া।
মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে শুক্রবার রাতে থানতলী এলাকার আজাদ খানের মৃত্যু হয়েছে। শহরের থানতলী এলাকার বাসিন্দা আজাদ খান কয়েকদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
একদিনে কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছে। দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন জানান, মৃত ৪ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
করোনা উপসর্গে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- বিমল রায় ও তার প্রতিবেশী কার্ত্তিক সরকার। তারা দীর্ঘদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
বরগুনায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সদরের টাউনহল ব্রীজ সংলগ্ন দক্ষিন মনোষাতলীর ইদ্রীস মুসুল্লির স্ত্রী ফাতিমা বেগম এবং আমতলীর হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামের সোহরাব বয়াতী। তারা কয়েকদিন ধরে গলা ব্যথা, জ্বর ও শ্বাসকস্টে ভুগছিলেন।
রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে সাধন পাল নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে আনার পথে ওই ব্যক্তি মারা যান।