ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় জাকির ও আশরাফুল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরেক আরোহী।
গেলো রাত ১০ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ হাদিউল ইসলাম জানান, রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকায় ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ী চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী জাকির ও আশরাফুল নিহত হয়। এসময় গুরুতর আহত হয় মোটরসাইকেলের আরেক আরোহী হৃদয়।