করোনা শনাক্তকরণে নমুনা পরীক্ষার পরই বাজেট অধিবেশনে অংশ নিতে পারবেন এমপিরা
- আপডেট সময় : ০১:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বাজেট অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে যে সব সংসদ সদস্য অংশ নেবেন, তাদের করোনা শনাক্তকরণে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। সংসদের মেডিকেল সেন্টারে এরই মধ্যে ২০ জন সংসদ সদস্য পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের জানান, বাজেট অধিবেশনের বাকি দিনগুলোতে যারা অংশ নেবেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। সংসদ সচিবালয় জানায়, প্রায় ১৭০ জন সংসদ সদস্যকে করোনা পরীক্ষা করার অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এখন পর্যন্ত ১৪ জন আইনপ্রণেতার করোণাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে নওগাঁর শহীদুজ্জামান সরকার সুস্থ হয়ে উঠেছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্প্রতি মারা গেছেন। আক্রান্তদের মধ্যে আছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসনের মোছলেম উদ্দিন আহমদ, যশোরের অভয়নগর-বাঘারপাড়া আসনের রণজিৎ কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়ার এবাদুল করিম বুলবুল, জামালপুরের ফরিদুল হক খান, চট্টগ্রামের মোস্তফিজুর রহমান চৌধুরী, নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এবং গণফোরাম নেতা মোকাব্বির খান। এছাড়া সংসদ সচিবালয়ের প্রায় ১০০ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।