চট্রগ্রামে যুবলীগের আহবায়ক-এর বিরুদ্ধে হাউজিং সোসাইটির প্লট দখলের অভিযোগ
- আপডেট সময় : ০১:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
পলাতক যুবলীগ নেতা বাবরের পর, এবার নতুন করে চট্রগ্রাম নগর যুবলীগের আহবায়ক-এর বিরুদ্ধে একটি হাউজিং সোসাইটির প্লট দখলের অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবলীগ নেতা। তার দাবী, নিজের নামে কেনা জমিটি দখল করেছেন তিনি। বিষয়টি নিয়ে উভয় পক্ষ নগরীতে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন।
চট্টগ্রাম রেলওয়ের পূর্বাঞ্চলের প্রায় ৪৫ একর সরকারী জমি দখলে নিয়ে বাংলোসহ বিশাল খামারবাড়ি গড়ে তোলে ছিলেন মহানগর যুবলীগের বহিস্কৃত পলাতক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। সম্প্রতি দেড় হাজার কোটি টাকা মুল্যের এই সম্পদ উদ্ধার করেছে রেলওয়ে।
এবার নগরীর খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটির একটি প্লট দখল করার অভিযোগ উঠেছে, মহানগর যুবলীগের মেয়াদোত্তির্ণ কমিটির আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে। ওই জমিতে নিজের নামে সাইনবোর্ডও ঝুলিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
খুলশী গার্ডেন আবাসিকের জমি দখলের অভিযোগ অস্বীকার করেন যুবলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু।তিনি দাবী করেন, আলমগীর নামে এক ব্যক্তির কাছ থেকে নিজের কেনা জমির দখল নিয়েছেন তিনি। এব্যাপারে নগরীতে বাচ্চুর পক্ষে পাল্টা একটি সংবাদ সম্মেলন করা হয়েছে।
আওয়ামীলীগ নেতারা বলছেন, সংগঠনের নাম ভাঙিয়ে কেউ কোন অপকর্ম করলে, আর প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নজির কেবল আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনেরই রয়েছে। ভবিষ্যতেও এর ব্যাত্যয় ঘটবেনা।