কুমেক হাসপাতালের করোনা ইউনিটে আরো ৫টি আইসিইউ সংযোজন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ৫টি আইসিইউ সংযোজন করা হয়েছে।
দুপুরে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামালের উদ্যোগে নতুন ৫টি আইসিইউ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মোঃ ফরিদুল আলমের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৫টি আইসিইউ স্থাপন করা হলো। এর আগে গত ৩ জুন এই হাসপাতালের করোনা ইউনিট চালু করা হয়। পর্যাপ্ত আইসিইউ না থাকায় এই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় সমস্যা হচ্ছিল বলে জানান ডাক্তাররা। পরে অর্থমন্ত্রী জরুরী ভিত্তিতে এসব আইসিইউ’র সরঞ্জামাদি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।