ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পর্দা কেলেঙ্কারির মামলায় দুই আসামির জামিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পর্দা কেলেঙ্কারির মামলায় দুই আসামিকে জামিন দিয়েছে হাইকোর্ট।
আসামীরা হলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন। রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত বছরের ২৭ নভেম্বর পর্দা কেলেঙ্কারির ঘটনায় দুদকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ফরিদপুর মেডিকেল কলেজের জন্য অপ্রয়োজনীয় ও অবৈধভাবে উচ্চমূল্যে হাসপাতালের যন্ত্রপাতি কেনার মাধ্যমে সরকারের দশ কোটি টাকা আত্মসাতের অপচেষ্টা করেছেন।