মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগে অনিয়মে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিষ্টের স্থায়ী নিয়োগের সুপারিশ বাতিল এবং অনিয়মের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে, বেকার অ্যাণ্ড প্রাইভেট সার্ভিসেস মেডিক্যাল টেকনোলজিষ্ট এসোসিয়েশন- বিপিএসএমটি।
এ সময় সংগঠনটির নেতারা প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরী হওয়া ১২শ’ মেডিকেল টেকনোলজিষ্ট পদে স্বচ্ছতা ও দক্ষতার ভিত্তিতে যোগ্যদের নিয়োগ দিতে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের দাবী জানান। পাশাপাশি ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিষ্টের নিয়োগের ব্যবস্থাসহ ৫ দফা দাবী পেশ করেন। বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য খাতের দুরবস্থার নেপথ্যে রয়েছে অবৈধ সিন্ডিকেটের নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি।