গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৮০ জন

- আপডেট সময় : ০৯:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশে করোনায় একদিনে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ১ হাজার ৫০২ জন। আর ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৮০ জন রোগীর। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এ সময়, শেখ হাসিনা বার্ণ এণ্ড প্লাস্টিক ইন্সটিটিউট হাসপাতালও করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি।
সারাদেশে করোনাভাইরাস আক্রান্তের সবশেষ পরিস্থিতি ও দেশ-বিদেশের তথ্য তুলে ধরতে নিয়মিত এই ভার্চুয়াল ব্রিফিংয়ের আয়োজন স্বাস্থ্য অধিদপ্তরের।
অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক তুলে ধরেন গেল ২৪ ঘন্টায় সারাদেশে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা।
এর মাঝে ১ হাজার ৬৭৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন জানিয়ে মৃতদের বিভাগীয় পরিসংখ্যানও তুলে ধরেন তিনি।
ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটির হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেনের ব্যবস্থা রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, শেখ হাসিনা বার্ণ এণ্ড প্লাস্টিক ইন্সটিটিউট হাসপাতালও করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে।
এছাড়া সবাইকে করোনার স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার এবং ঘরে থাকার আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।