বর্তমান অনুমোদনহীন টিআরপি পদ্ধতি সরকারের কাছে গ্রহণযোগ্য নয়
- আপডেট সময় : ০৯:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
টেলিভিশনের দর্শক পরিমাপের বর্তমান অনুমোদনহীন টিআরপি পদ্ধতি সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। পাশাপাশি এই টিআরপি নিয়ে অবৈধ ব্যবসা চলছে উল্লেখ করে এটাকে শৃঙ্খলার মধ্যে আনার কথাও বলেন তিনি। অন্যদিকে অশ্লীল ওয়েব সিরিজ যারা তৈরী করেছে তাদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সম-সাময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
দেশে টেলিভিশনগুলোর জনপ্রিয়তা ও দর্শকপ্রিয়তা যাচাইয়ের জন্য টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট বেশ ক’বছর থেকেই সমালোচিত হচ্ছে। কেউ বলছেন, তাদের সমীক্ষা সঠিক নয়। আবার কেউ তুলছেন অনৈতিক বিনিময়ের মাধ্যমে টিআরপি প্রভাবিত করার কথা। এ প্রেক্ষিতে তথ্যমন্ত্রী জানান, দেশে টিআরপির এই পদ্ধতি অনুমোদনহীন।
এসময় মন্ত্রী আরও বলেন, ওয়েব সিরিজে অশ্লীলতার বিষয়গুলো সরকারের নজরে এসেছে। তাদের লাইসেন্স খতিয়ে দেখা হচ্ছে। আর অবৈধ বিবেচিত হলে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
করোনাভাইরাস প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, অসচেতনতার কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই সবাইকে সাস্থবিধি মানার আহ্বানও জানান তিনি।