যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা তেহরানের জন্য ক্ষতিকর এবং এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা তেহরানের জন্য ক্ষতিকর এবং এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে জানিয়েছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মাদ বাকের কালিবফ।
প্রতিরোধই ইরানের অধিকার এবং মর্যাদা রক্ষার একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন তিনি । রোববার দেশটির জাতীয় সংসদের উন্মুক্ত অধিবেশনে দেয়া বক্তৃতা বাকের কালিবফ একথা বলেন । স্পিকার বলেন, ইরান কূটনীতি এবং আলোচনার বিপক্ষে নয় কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ক্ষতিকর এবং সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি কখনো আলোচনা হয় তবে তা ইরানের জনগণের ইচ্ছা শক্তির ওপর ভিত্তি করেই হতে হবে বলে জ়ানান তিনি।