করোনা আক্রান্ত হয়ে মাদারীপুর ও ময়মনসিংহে দু’জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে মাদারীপুর ও ময়মনসিংহে দু’জনের মৃত্যু হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন করোনা ভাইরাসে আক্রান্ত যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার কেন্দুয়া এলাকায়। করোনা উপসর্গ নিয়ে আলমগীর হোসেন সদর হাসপাতালে ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তিনি মারা যান।
ময়মনসিংহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্বপন চন্দ্র নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে গফরগাঁও পৌরসভার বাসিন্দা বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম। সোমবার শ্বাসকষ্ট নিয়ে এসকে হাসপাতালে ভর্তির পর সে আজ সকাল সাড়ে ৮টার দিকে মারা যায়।