সারাদেশে সীমিত কর্মসূচিতে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ১২:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আজ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী। সারাদেশের বিভিন্ন জেলার সাথে চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, নাটোর, মেহেরপুর ও ফরিদপুরে সীমিত কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা আওয়ামী লীগ।
চুয়াডাঙ্গায় সকাল ৭টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
বড় কোন আয়োজন ছাড়াই ময়মনসিংহে দলের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা আওয়ামী লীগ। সকালে নগরীর বড় কালিবাড়ি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। এসময় আওয়ামী লীগ নেতা এমএ কুদ্দুস, কাজী আজাদ জাহান শামীম ও শওকত জাহান মুকুল উপস্থিত ছিলেন।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং করোনা উত্তরণে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে নাটোরে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে কান্দিভিটায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলনের পর ‘৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া করা হয়।
নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠবার্ষিকী। এ উপলক্ষে সকাল ৮টায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসবভনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জেলা আওয়ামী লীগ।
ফরিদপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে সকাল ৯টায় শহরের থানা রোডে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতার সাথে দোয়া করেন দলের নেতাকর্মীরা।