বরিশাল নগরীতে করোনা উপসর্গে মৃত্যুবরণ করলেও নমুনা সংগ্রহ করা হচ্ছে না

- আপডেট সময় : ০২:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনা মহামারিতে মসজিদের মাইকে রাতে শোক সংবাদ শুনে ঘুমাতে যাওয়া এবং ভোরে আবারও মৃত্যু সংবাদে ঘুম ভাঙ্গছে বরিশালবাসীর। এখানেই শেষ নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুক খুললেও পাওয়া যাচ্ছে প্রচুর মৃত্যু সংবাদ। এভাবেই দীর্ঘ হচ্ছে মৃত ব্যক্তির নামের তালিকা। আর পঞ্চান্ন-উর্ধ ব্যক্তিরা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলেও তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
করোনা সংক্রমিত হওয়ার পর গেল ৭৫ দিনের ব্যবধানে বরিশাল নগরীতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং গৃহবধূ থেকে শুরু করে অসংখ্য মানুষ মৃত্যুবরন করেছেন। যারা মারা গেছেন, তাদের বেশীরভাগের মধ্যে করোনার উপসর্গ ছিল। মৃত্যুর পর স্বজনরা করোনায় আক্রান্তের বিষয়টি ধামাচাপা দিতে যত দ্রুত সম্ভব ধর্মীয় রীতিতে মরদেহের সমাধিস্থল করছেন। মাঝে মধ্যে প্রশাসন থেকে চাপ আসলেও মৃত্যু ব্যক্তির স্বজনরা বিভিন্ন ভাবে সুপারিশের মাধ্যমে চাপ সামাল দিয়েছেন।
এক হিসেবে দেখা গেছে, ওই সময়ের মধ্যে নগরীর দু’টি মুসলিম গোরস্থানে দেড় শতাধিক ব্যক্তির দাফন-কাফন সম্পন্ন হয়। এছাড়া মহাশ্মশানে অর্ধশতাধিক ব্যক্তির শেষকৃত্যানুষ্ঠান এবং ৪টি খ্রীস্টান কবরস্থানে ৮ জনকে সমাধিস্থল করা হয়।
৭২ ঘন্টার ব্যবধানে বাবা-মা মৃত্যুবরণ করলেও দাফন-কাফনের পূর্বে প্রশাসন থেকে কোন খোজ-খবর নেয়া হয়নি। আর আমরাও প্রশাসনকে অবহিত করিনি, বললেন মা-বাবা হারানো যুবক। আর নগরবাসীর আশংকা মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষার আওতায় না আনলে তা ভয়াবহ আকার ধারন করতে পারে।
মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার আওতায় এনে পজেটিভ হলে সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানালেন বিভাগ উন্নয়ন পরিষদের এ নেতা। আর মৃত্যুবরনকারী ব্যক্তির স্বজনদের মাধ্যমে যাতে করোনা ছড়িয়ে না পড়ে এ জন্য নমুনা পরীক্ষার অনুরোধ জানালেন জেলা প্রশাসক।
এদিকে গেল ১৭ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে ৪শ’১৮ জন রোগী, মারা গেছে ৫৯ জন, এদের মধ্যে ১৯ জনের নমুনায় করোনায় পজেটিভ আসে। ১৫ জুন পর্যন্ত বরিশাল জেলায় ৯২৪ জনের করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৭৪২জন। প্রতিনিয়ত বাড়ছেই বরিশালে করোনায় আক্রান্তের সংখ্যা।