করোনায় বগুড়ায়, ময়মনসিংহ ও পাবনায় ৫ জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনায় বগুড়ায়, ময়মনসিংহ ও পাবনায় ৫’জনের মৃত্যু হয়েছে।
বগুড়ায় গেল ২৪ ঘন্টায় করোনায় শ্রীবাস নামে পুলিশের সাবেক সাব ইন্সপেক্টর বগুড়ার মোহাম্মাদ আলী হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন । তিনি গোবিন্দঞ্জের বাসিন্দা। এছাড়াও জাবেদ আলী ও নুরল ইসলাম নামে আরো দুজনের মৃত্যু হয়েছে ।
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় করোনায় আক্রান্ত হয়ে রণজিৎ কুমার দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের এস.কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত হয়ে ১৩ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
করোনায় আক্রান্ত পাবনা’সেন্ট্রাল গার্লস হাই স্কুলের অফিস সহকারী লিয়াকত আলি মারা গেছেন। করোনায় আক্রান্ত হলে গেল ২২ জুন তাকে পাবনা জনারেল হাসপাতালে ভর্তি করা হয়।ওই দিনই তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায়র মারা যায় সে ।