বিইউপি’র ১২তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস- বিইউপি’র ১২তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
সকালে বিশ্ববিদ্যালয়ের বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সিনেট চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন কার্যক্রমসহ বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও বিইউপির বিভিন্ন চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরে বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মুহাম্মদ বেলাল ২০১৯-২০ অর্থবছরের ১০৯ কোটি ১৮ লাখ টাকার সংশোধিত বাজেট ও ২০২০-২১ অর্থবছরের ১১২ কোটি ৮৩ লাখ টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা উপাচার্যের ভাষণ ও ট্রেজারারের বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন। এছাড়াও সিনেট সভায় বিইউপির ১২তম বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীর উত্তম, এইচ.এন আশিকুর রহমান, মুহাম্মদ ফারুক খান এবং বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদারসহ সিনেটের সদস্যরা উপস্থিত ছিলেন।